Voice of SYLHET | logo

১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

খাদিমপাড়ায় নমুনা সংগ্রহ হচ্ছে সেই যুবকের পরিববারের সদস্যদের

প্রকাশিত : April 20, 2020, 14:24

খাদিমপাড়ায় নমুনা সংগ্রহ হচ্ছে সেই যুবকের পরিববারের সদস্যদের

নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের খাদিমপাড়ায় শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া যুবককে সোমবার ভোরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ইতোমধ্যে তার পরিবারের সদস্য এবং সে যাদের সাথে গত কয়েকদিন মেলামেশা করেছে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে তার পরিবারের সদস্য ও ঘনিষ্টদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

এরআগে, রবিবার রাতে খাদিমপাড়ায় ৩৭ বছর বয়সের এক টমটম চালক যুবকের করোনাভাইরাস ধরা পড়ে। রাতে খবর পেয়েই সে লুকিয়ে পড়ে। খাদিমপাড়ার টিকরপাড়ায় তার শ্বশুরবাড়ি। সে শ্বশুরবাড়িতে থেকেই টমটম গাড়ি চালাতো।

এ বিষয়ে এসএমপির শাহপরাণ থানার ওসি মো. আব্দুল কাইয়ুম সোমবার সকালে সিলেটভিউ২৪-কে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি এবং জনতার সাহায্যে রবিবার মধ্যরাতে ওই যুবককে খুঁজে বের করা হয় এবং পরে তাকে শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। তার বাড়িও খাদিমপাড়ায়। তবে সে টিকরপাড়ায় শ্বশুরবাড়িতে থেকে টমটম চালাতো।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র জানান, উপজেলা প্রশাসন ও শাহপরাণ থানাপুলিশ স্থানীয় জনপ্রতিনিধি এবং জনতার সাহায্যে ওই যুবককে খুঁজে বের করে সোমবার ভোররাত ৪টায় হাসপাতালে নিয়ে আসেন। তার শারিরীক অবস্থা গুরুতর পর্যায়ে নয়। তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 229 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।