নিজস্ব প্রতিবেদক:-
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০ জন ভর্তি রয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে তিনি এ তথ্য জানিয়ে আরও বলেন, করোনা সন্দেহে যারা ভর্তি হয়েছেন তাদের রিপোর্ট এলে পরবর্তী করনীয় ঠিক করা হবে।
সিভিল সার্জন আরও বলেন, হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের দুই পুরুষ ও সুনামগঞ্জের এক নারী চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা মোটামুটি ভালো আছে। এখন পর্যন্ত কাউকেই ভেন্টিলেশনে নেয়ার প্রয়োজন হয়নি