জকিগঞ্জ প্রতিনিধি :-
সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে ইসলাম উদ্দিন বলই (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের আতাই মিয়ার ছেলে ও কালিগঞ্জ বাজারের তানিশা বস্ত্র বিতানের মালিক।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সাথে তার গরুও মারা যায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হবে