লকডাউন অমান্য করে শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে একটি যাত্রীবাহী ট্রেন সিলেটে এসেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি সিলেট রেলস্টেশনে এসে পৌঁছে।
যদিও গত ২৪ মার্চ করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করা হয়। এছাড়া গত ১১ এপ্রিল লকডাউন করা হয় সিলেট। সেই সঙ্গে সিলেটের বাইরে যাওয়া ও প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে সকল নিষেধাজ্ঞা অমান্য করেই শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট আসে।
ট্রেনে সিলেটে আসে এক যাত্রী বলেন, আমি রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে কাজ করি। দায়িত্ব পালন করতে ঢাকা থেকে সিলেট এসেছি।
এ বিষয়ে সিলেট রেল স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেন, ট্রেনে আমাদের ৪/৫ জন লোক ঢাকা থেকে সিলেট এসেছে। এর বাইরে কোনও যাত্রী আসেনি।