শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে নিজের ওয়ানডে ক্যারিয়ারে ৬০০০ রানের মাইলফলকে পৌঁছালেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
শনিবার (২৮ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৮ রান করেই এই কীর্তিতে নাম লেখান মুশফিক। তিনি এর আগে ২১৪ ম্যাচে ও ২০০ ইনিংসে ব্যাট করে ৩৫.৮৮ গড়ে ৫৯৯২ রান করেছেন। যেখানে ৭টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩৬টি ফিফটি।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২০৩ ম্যাচে ওপেনার তামিম ইকবাল সর্বোচ্চ ৬৮৯০ রান করেছেন। আর দ্বিতীয়স্থানে থাকা সাকিব ২০৬ ম্যাচে ৬৩২৩ রান করেছেন।
এদিকে ৬ হাজারি ক্লাবে মুশফিক বিশ্ব ব্যাটসম্যানদের তালিকায় ৬১তম। ১৮ হাজার ৪২৬ রান নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।