নিউজ ডেস্কঃ
বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি অব্যহত রয়েছে। যুক্তরাষ্ট্রের করোনায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্যে লকডাউন আরও ৩ সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছে বিবিসি। এদিকে, হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা বলছেন এ প্রাণঘাতী ভাইরাস আরও ৪ বছর থাকতে পারে। তদের মতে, আগামী ২০২৪ সাল পর্যন্ত থাকবে করোনাভাইরাসের হুমকি। এ ভাইরাস মোকাবেলায় ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলতে হতে পারে। পাঁচজন গবেষকের এ গবেষণা মঙ্গলবার সায়েন্স জার্নালে প্রকাশিত হয়।
গত ২৪ ঘন্টায় আমেরিকা, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সুইডেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, কানাডা, জার্মানী, তুরস্ক, ব্রাজিল, পর্তুগাল, রাশিয়া, ইজরাইল, চিলি, পোল্যান্ড, রোমানিয়া, ডেনমার্ক, পাকিস্তান, ফিলিপিনস, সৌদিআরব, ইন্দোনেশিয়া, মেক্সিকো, আলজেরিয়া এবং হাঙ্গেরিসহ অনেকে দেশেই পরিস্থিতির অবনতি হয়েছে।
গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছে ৪৪৯০ জন। আরো কিছু দেশের আপডেট আসলে এ সংখ্যা আরো বাড়তে পারে। মোট নিহতের সংখ্যা এখন ১ লাখ ৪৩ হাজার অতিক্রম করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১২৮২ জন মানুষ মারা গেছে, যার মধ্যে শুধু নিউইয়র্কেই ৬০৬ আর নিউজার্সিতে ৩৬২ জন মারা গেছে। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৮৬১ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে ২৪ ঘন্টায় মারা গেছেন ৫২৫ জন। স্পেনে এ পর্যন্ত মারা গেছেনে ৩১৮ জন। বেলজিয়ামে বিগত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪১৭ জন। নেদারল্যান্ডসে ২৪ ঘ ন্টায় মারা গেছেন ১৮১ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ইরানে মারা গেছে ৯২ জন আর জার্মানীতে এ অবধি মারা গেছে ৬৩ জন।
এর বাইরে বিগত ২৪ ঘন্টায় তুরস্কে ১২৫, সুইডেনে ১৩০, ব্রাজিলে ১২, কানাডায় ৩৮, রাশিয়ায় ৩৪, মেক্সিকোতে ৪৩, সুইজারল্যান্ডে ৪২, পর্তুগালে ৩০, ইজরাইলে ১০, ইকুয়েডরে ১৫, চিলিতে ১১, পোল্যান্ড ২৮, রোমানিয়ায় ২০, ডেনমার্কে ১২, মিশরে ১৩, ফিলিপিনসে ১৩, ইন্দোনেশিয়াতে ২৭, সৌদি আরবে ৪, ইউক্রেনে ৮, আলজেরিয়াতে ১২ এবং হাঙ্গেরিতে ৮ জন মারা গেছেন।
করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ১৩৫,০১১ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ১৪৩,১০৯ জন। এ পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে ৩৩,৪৩৪, ইতালিতে মারা গেছে ২২,১৭০ জন, স্পেনে ১৯,১৩০ জন, ফ্রান্সে ১৭,১৬৭, যুক্তরাজ্যে ১৩,৭২৯, ইরানে ৪৮৬৯, বেলজিয়ামে ৪৮৫৭, জার্মানীতে ৩৮৬৭ এবং নেদারল্যান্ডসে ৩৩১৫ জন মারা গেছেন।
মাত্র ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার থেকে বৃদ্ধি পেয়ে হয়ে ২১ লাখ ২৮ হাজারে উন্নীত হয়েছে। তার মানে গত ২৪ ঘন্টায় বিশ্বে প্রায় ৯৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৬ লাখ ৫৩ হাজারে পৌছেছে। ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৬০৩ জন। স্পেনে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৮২ হাজার। গত ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছে ২১৫৭ জন। ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৬৮ হাজারে পৌছেছে। ইতালিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩৭৮৬। আরো যেসব দেশে বেশি সংখ্যক লোক গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে তার মধ্যে ফ্রান্সে ৪৫৬০, যুক্তরাজ্যে ৪৬১৭, তুরস্কে ৪৮০১, জার্মানীতে ৯১০, ইরানে ১৬০৬, সুইজারল্যান্ডে ৩৯৬, নেদারল্যান্ডসে ১০৬১, বেলজিয়ামে ১২৩৬, কানাডায় ৫১৪, পুর্তুগালে ৭৫০, ব্রাজিলে ৫৫৫, সুইডেনে ৬১৩, মালয়েশিয়ায় ১১০ (আজ মারা গেছে ১ জন, মোট মৃত ৮৪), ফিলিপাইনে ২০৭, সৌদি আরবে ৫১৮ (আজ মারা গেছে ৪ জন, মোট মৃত ৮৩), ইন্দোনেশিয়াতে ৩৮০ এবং রাশিয়ায় ৩৩৪৮ জন আক্রান্ত হয়েছে।
ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১২ হাজারের বেশি। আজ সেখানে এ পর্যন্ত মারা গেছেন ১ জন। ভারতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪২৩ জন। পাকিস্তানে আজ পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৩৬ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ১২৮ জন। আজ মারা গেছেন ১৭ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬০ জনে।দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৩৪১ জন। বাংলাদেশে মোট করোনা রোগীর সংখ্যা এখন ১৫৭২ জন। গত ২৪ ঘন্টায় মোট ২০১৯ জনের করোনা টেস্ট করা হয়েছে। সর্বশেষ তথ্যনুযায়ী করোনাভাইরাসের দেড় হাজারের বেশি রোগী পাওয়ার পাওয়ার পর সমগ্র বাংলাদেশ করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।
আরো ব্যাপকভাবে সংক্রামণের হাত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন।