কোম্পানিগঞ্জ প্রতিনিধি :-
লকডাইন অমান্য ও হোম কোয়ারেন্টাইন না মানায় সিলেটের কোম্পানীগঞ্জে ছয় ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের জরিমানা করা হয়।
অভিযানে লকডাউনের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকে সরকারের আদেশ অমান্য করে কোম্পানীগঞ্জ উপজেলায় আসায় এবং হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে না মানায় খাগাইল ও টুকেরগাঁও এলাকায় দুই ব্যক্তিকে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিনা প্রয়োজনে লকডাউন আদেশ অমান্য করে আন্তঃউপজেলা সীমান্ত অতিক্রমকালে আরও ৪ যাত্রীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য। তিনি বলেন, করোনাভাইরাস সতর্কতায় আমরা প্রতিনিয়ত মানুষকে সচেতন করছি। একই সাথে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি