Voice of SYLHET | logo

১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

করোনা: আরিফের আহবান, গাড়ি মিললো চিকিৎসকদের জন্য

প্রকাশিত : April 16, 2020, 19:43

করোনা: আরিফের আহবান, গাড়ি মিললো চিকিৎসকদের জন্য

নিজস্ব প্রতিবেদক:-

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় চিকিৎসক পরিবহনে দুটি গাড়ি দিয়েছে জালালাবাদ এসোসিয়েশন। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে এসোসিয়েশনের তরফ থেকে একটি জিপ ও একটি নোহা গাড়ি দেওয়া হয়েছে। এই গাড়ি দুটির ভাড়াও এসোসিয়েশন বহন করবে বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র-এর হাতে চাবি তুলে দিয়ে গাড়ি দুটি সমজে দিয়েছেন মেয়র।

এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘করোনা ভাইরাসের রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের বহনে পরিহণের জন্য জালালাবাদ এসোসিয়েশনকে আহ্বান জানিয়েছিলাম। তারা আমার আহ্বানে সাড়া দিয়ে একটি মাইক্রোবাস ও নোহা গাড়ি দিয়েছেন। এ দুটি গাড়িতে করে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের বহন করা হবে।’

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ঐচ্ছিক হিসেবে এই সহযোগীতা করেছি। এছাড়া করোনা রোগীদের বহনে ৫টি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছি। আগামীকাল শুক্রবার হয়তো অ্যাম্বুলেন্সগুলোও হস্তান্তর করা হবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে আরো সাপোর্ট দেওয়া হবে।’ গাড়ি উপহার দেওয়াতে নগরবাসীর পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশনকে ধন্যবাদ জানান তিনি।

করোনা ভাইরাস থেকে সুরক্ষায় নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা যদি বাঁচতে না পারি, তাহলে কিসের প্রয়োজন। আগামী কয়েকদিন আমরা কঠোরভাবে সরকার ঘোষিত নিয়ম পালন করি, ঘরে থাকি। নিজেদেরকে এবং পরিবারের সদস্যদের নিরাপদ রাখি। যেখানে রমজান মাসেও ঘরে নামাজ আদায় করতে বলা হচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদেরকে ধৈর্য্য ধরতে হবে। আমাদেরকে আইন মেনে চলতে হবে। এই আইন আপনি নিজে বাঁচার জন্য, পরিবার-পরিজনদের বাঁচার জন্য। আপনি ঘর থেকে বের হয়ে গিয়ে পুরো পরিবারকে ক্ষতিগ্রস্থ করে ফেলবেন।’

সরকারি ত্রাণ সহায়তার কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে মেয়র বলেন, ‘করোনা ভাইরাস কতদিন থাকবে, তা একমাত্র আল্লাহ জানানেন। আমার আহ্বানে সাড়া দিয়ে প্রবাসীরা যে অর্থ দিয়েছেন। অনেকে চাল-ডাল দিয়ে সহযোগীতা করেছেন। সেগুলো থেকে ইতোমধ্যে ৭৯ হাজার পরিবারকে সহযোগীতা দিয়েছি। কিছু ওয়ার্ড বাকি আছে, সেগুলোও অনুসন্ধান করে দিচ্ছি। তবে এটাতো শেষ নয়, আগামীতে আরো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। নিম্নবিত্ত ছাড়াও মধ্যবিত্ত পরিবারের পাশেও দাঁড়াতে হবে। এটা দিয়ে কেবল শেষ নয়।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 246 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।