নিজস্ব প্রতিবেদক:-
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে আরো ৩২০ জনকে। আর এই ২৪ ঘন্টায় কোয়ারেন্টিন থেকে সিলেট বিভাগে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে মাত্র ২০ জনকে। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন তারা।
এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ৪০ জন, সুনামগঞ্জে ১১৭ জন, হবিগঞ্জে ১৩৯ জন এবং মৌলভীবাজারে ২৪ জন রয়েছেন।
আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওগের মধ্যে সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে ৩ জন রয়েছেন