কিছু মানুষের শেষ ঠিকানা শুধু জমিনে হয় না।
হয় অন্য হাজারো মানুষের অন্তরে।
ডাঃ মঈন উদ্দিন আপনিও চিরদিন থাকবেন আমাদের হৃদয়ে।
সব ভালো মানুষ এ পৃথিবীতে সুবিচার পাননা
তারা পান আল্লাহ্-র কাছে, আপনিও পাবেন দোয়া করি।
আর সব অমানুষ এ পৃথিবীতে শাস্তি পায়না।
তবে দোয়া করি আপনার মৃত্যু যাদের অবহেলায় কিছু শাস্তি যেন তারা পায় এ দুনিয়াতেই।
ভালো থাকবেন গরীবের ডাক্তার!
ভালোবাসা আপনার জন্য।