শেখ রিদওয়ান হোসাইনঃশুরু থেকেই ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পেলো। প্রতিদিনের মতো এবারও ব্যর্থ তামিম,সৌম্য আর মিথুনরা। তবে মুশফিকের অনবদ্য এক ইনিংসে শেষ পর্যন্ত লড়াই করার সুযোগ পেলো টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে তামিম, সৌম্য, মিথুন,মাহমুদু্ল্লাহরা দ্রুত ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। শেষ পর্যন্ত সপ্তম উইকেট জুটিতে মিরাজকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর ২০০ পেরোতে সক্ষম হোন।
ব্যাট হাতে মুশফিক ১১০ বলের ৯৮ রানের লড়াকু ইনিংস খেলেন আর মিরাজ করেন ৪৯ বলে ৪৩।
বল হাতে শ্রীলঙ্কার দুটি করে উইকেট নেন প্রদীপ,ধনঞ্জয়া ও উদানা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা।