Voice of SYLHET | logo

১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

বগুড়া মেডিক্যালে পিপিই দিলেন মুশফিক

প্রকাশিত : April 15, 2020, 19:36

বগুড়া মেডিক্যালে পিপিই দিলেন মুশফিক

নিউজ ডেস্ক:-
আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাতেও নজর দিচ্ছেন ক্রিকেটাররা। নিজ জেলায় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট), হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিয়েছেন মুশফিকুর রহিম। অবশ্য কয়েকদিন আগে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে দুস্থদের জন্য আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।
মুশফিকের এই মহৎ উদ্যোগের কথাটি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তার বাবা মাহবুব হামিদ। তিনি বলেছেন, ‘আমার ছেলে আমাকে কিছুই জানায়নি। তবে স্থানীয় প্রতিনিধিদের ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পারি। তারা আমাকে আসতে বলেছিলেন। আমি বলেছি, আপনার এগুলো সুষ্ঠুভাবে বণ্টন করুন।’
এর আগে মঙ্গলবার বিকালে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন মুশফিক। তিনি বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো থাকার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন। প্রথমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আশা করছি যারা এই নববর্ষ পালন করতে ইচ্ছুক, তারা বাসায় বসেই পালন করছেন। আপনারা জানেন সারা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়।’
তিনি আরও বলেছেন, ‘আমি সকল আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বিশেষ করে পুলিশবাহিনী, সেনাবাহিনী, র‌্যাব এবং আমাদের চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, যারা প্রত্যক্ষভাবে এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন, যাতে আমরা নিরাপদে থাকতে পারি, তাদের অবশ্যই মন থেকে সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত মহান আল্লাহ তায়ালা তাদের এই কাজ দেখছেন। আপনারা এর পুরস্কার নিশ্চয় পাবেন

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 302 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।