নিজস্ব প্রতিবেদক:–
সিলেটের দুই হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা সামগ্রী দিয়েছেন অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
বুধবার (১৫ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ভেন্টিলেটর, পিপিই, গ্লাভস এবং মাস্ক হস্তান্তর করা হয়।
এ সময় ব্যাংকের পক্ষে সিলেট পশ্চিম অঞ্চলের ডিজিএম ও অঞ্চল প্রধান মো. আশেক এলাহী এবং সিলেট পূর্ব অঞ্চলের এজিএম ও অঞ্চল প্রধান মোর্শেদা আক্তার উপস্থিত ছিলেন