সিলেটে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহেদ আহমদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহ পরাণ (রহ.) থানা এলাকার সিরাজনগর বাহুবল এলাকার মৃত মলাই মিয়ার ছেলে।
শনিবার বিকেল ৩ টায় সিলেট তামাবিল মহাসড়কের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে বিদেশি সিগারেটের প্যাকেট জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বলেন, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।