টাইগারদের নতুন স্পিন কোচের দায়িত্ব নেবেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। পেস বোলিং কোচ হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার শার্ল ল্যাঙ্গাভেল। অাজ শনিবার বিসিবির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মিরপুর শেরেবাংলায় বিসিবি কার্য্যলয়ে বিকেলে সভায় বসেন বিসিবি পরিচালকরা। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেস বোলিং কোচ ল্যাঙ্গাভেল্টকে দুই বছরের চুক্তিতে নেয়া হচ্ছে। প্রধান নির্বাচক মিনজাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সাথে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দুজনই তিন বছর দায়িত্ব পালনের পর মেয়াদ বাড়লো আরো দুই বছর।