মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি নজির হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। সেই সঙ্গে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
শনিবার (২৭ জুলাই) দুপুরে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়। পরে একটি মিছিল নিয়ে থানা এসে ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে স্মারকলিপি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।