ইসমাইল হোসাইন, দোয়ারা প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক কেজি গাঁজা সহ মো. আসলাম মিয়াকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে আমবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসলাম উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িংয়ের এস আই মো. আমিনুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের এ এস আই মামুন মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ি বাজারে অভিযান চালায়।
এ সময় এক কেজি গাজাঁসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এস আই।
এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।