Voice of SYLHET | logo

২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২২ ইং

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহতঃ৩

প্রকাশিত : July 26, 2019, 09:12

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহতঃ৩

 

কুড়িগ্রামের সদর উপজেলায় বাসচাপায় অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁঠালবাড়ির বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন- গার্মেন্ট শ্রমিক মোস্তফা (৩৫) সদর উপজেলার করীমের খামার জিগামারীঘাট এলাকার শুকুর আলী ছেলে, তার স্ত্রী জ্যোৎস্না (২৮) ও নানী আমেনা (৭৫)।

সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অটোরিকশাটি সাত যাত্রী নিয়ে কুড়িগ্রাম থেকে কাঁঠালবাড়ি বাজারে পৌঁছায়। এ সময় রংপুরগামী একটি বাস ওই অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী মোস্তফা তার স্ত্রী ও নানী নিহত হন। এসময় আহত হয় ওই দম্পতির একমাত্র মেয়ে, অটোরিকশাচালক ও এক যাত্রী। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 729 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।