ভয়েসঅবসিলেট ডেস্ক:মৌলভীবাজারে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আটক গৌছ মিয়া (৪৮) একই এলাকার মৃত মিয়ার ছেলে আটক করে।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, বৃহম্পতিবার সকালে থানা পুলিশের মাধ্যমে শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতলে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার শিশুটির নানি বলেন, শিশুটি (১০) বাড়ির আঙিনায় খেলছিল। বৃষ্টি আসায় সে দৌড়ে গৌছ মিয়ার দরজার পাশে দাঁড়ায়। এ সময় গৌছ শিশুটিকে ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়।
“পাশের ঘরের এক নারী ঘরের দরজা বন্ধ করা দেখে শিশুটির মাকে খবর দেয়। এরপর লোকজন জড়ো হলে দরজা খোলে পৌছ। ওই সময় ঘর থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।”
নানি আরও জানান, পরে তিনি স্থানীয় সমাজকর্মী কামরুজ্জামান জুয়েলের সহায়তায় থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে গৌছ মিয়াকে আটক করেছে।