গোলাপগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফযিলেতু্ন্নেসা ফুটবল টুর্নামেন্ট গোলাপগঞ্জে অনুষ্ঠিত। উক্ত খেলায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। খেলার বিভিন্ন ধাপ অতিক্রম করে ফাইনাল খেলা ছেলে মেয়ে উভয় টিমের অনুষ্ঠিত হয়। এতে এক এক টিম করে (ছেলে-মেয়ে) দুটিকে টিমকে বিজয়ী ঘোষনা করা হয়।
ছেলেদের টিম তেকে শেখ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদেশ্বর বিজয়ী হয়।
রানার্সআপ হয় উত্তর জাঙ্গাল হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মেয়েদের টিমের মধ্যে বিজয়ী হয় ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং রানার্সআপ হয় মুল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম,গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার ও.সি মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক মিয়া,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন,
শিক্ষা কর্মকর্তা নাজমুল আলম, পারভেজ তালুকদার, মোঃখাইজুজ্জামান, এড.নিমার আলী,ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক বৃন্দ।
খেলা শেষে ছেলে-মেয়ে উভয় টিমের বিজয়ী ও রানার্সআপদের পুরষ্কিত করা হয়।