শেখ রিদওয়ান হোসাইন:বাংলাদেশ জাতীয় ফুটবল দল ৫ই সেপ্টেম্বর ইরানের সাথে একটি প্রীতিম্যাচ খেলবে বলে নিশ্চিত হয়েছে।
ইরান এশিয়ার অন্যতম একটি পরাশক্তি। বর্তমানে ফিফা র্যাক্যিংয়ে ইরানের অবস্থান ২০! প্রায় নিয়মিত ফিফা বিশ্বকাপে সুযোগ পাওয়া দল ইরানের বিপক্ষে লড়বে এবার বাংলাদেশ।
এরই সাথে জানা গিয়েছে,এশিয়ার আরেক জায়ান্ট দল সৌদি আরবের সাথেও খেলার জন্য কথাবার্তা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)
এ দুটি ম্যাচ নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই দেশের ফুটবল পাড়ায়।