ভয়েস অব সিলেট ডেস্ক: সিলেট নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের নিচ তলায় পরিত্যক্ত কক্ষের ভিতর থেকে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আকস্মিক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: নূরুল ইসলাম (৩৫), পিতা-আফতাব মিয়া, মাতা-সাবিনা খাতুন, সাং-
পুরানগাঁও, পোঃ মালিখায় ভাঙ্গা, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-সুরমা
মার্কেট উত্তরা রেস্টুরেন্ট এর কারিগর, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ২। সবুজ মিয়া
(২৭), পিতা-মর্তুজ আলী, মাতা-রেহানা খাতুন, সাং-কালগাপুর, পোঃ কালগাপুর, থানা-
চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, ৩। আল আমিন (২৩), পিতা-মৃত মতছির আলী, মাতা-মৃত
ফুলবানু, সাং-উদয়পুর, পোঃ রামপুর বাজার, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, ৪। মোজাহিদ
উদ্দিন (১৯), পিতা-শামসুল ইসলাম, মাতা-রাবেয়া খাতুন, সাং-রামপুর, পোঃ রামপুর বাজার,
থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, ৫। সারওয়ার আহমদ (২০), পিতা-নেছার আলী, মাতা-জাহেদা
খাতুন, সাং-কিশোরপুর, পোঃ ইসলামাবাদ, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, ৬। খোকন আলী
(২৯), পিতা-আব্দুর রশিদ, মাতা-ফিরোজা বেগম, সাং-ভ্যাটকালী, পোঃ ভ্যাটকালী, থানা-
শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, ৭। মোঃ ইবাদুল শেখ (৩০), পিতা-মৃত বছরুল শেখ, মাতা-মোছাঃ
রাবেয়া বেগম, সাং-টেংরাখালী, পোঃ ভ্যাটকালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, ৮। মোঃ
আলা হোসেন (২৮), পিতা-কালা মিয়া, মাতা-লালমতি বেগম, সাং-জালালপুর, পোঃ মনুরমুখ,
থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট বর্তমান সাং-সাহেব বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-
সিলেট, ৯। সুধির রায় (৪৫), পিতা-সুধাংশু রায়, মাতা-মৃত সুখী রানী রায়, সাং-কাউ
কাপন, পোঃ মনু, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, বর্তমান সাং-খুলিয়াপাড়া, বাসা
নং-৬২, জামিলের বাসা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ১০। তুহিন আহমদ (২৫), পিতা-
কাশেম আলী, মাতা-মনুসা বেগম, সাং-রাজনগর, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, ১১। মামুন
মিয়া (২৩), পিতা-ফারুক মিয়া, মাতা-রুনা বেগম, সাং-বড় কাপন, থানা-দিরাই, জেলা-
সুনামগঞ্জ, ১২। কামাল উদ্দিন (৩৫), পিতা-মৃত জহির উল্লাহ, মাতা-আয়েশা বিবি, সাং-
আলমপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, ১৩। সাহেদ মিয়া (৩০), পিতা-মৃত ইসাদ আলী,
মাতা-আমেনা বেগম, সাং-সিলাম, বিরাহিমপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ১৪।
রফিক মিয়া (৩৬), পিতা-মৃত ইসরাইল, মাতা-আয়েশা বেগম, সাং-রহিমপুর, থানা-
হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ, ১৫। তহুর আলী (৩৫), পিতা-মনফর আলী, মাতা-স্বপনেরা বেগম,
সাং-বীরগাঁও, থানা-দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে নায়াসড়ক বাবুল মিয়ার
কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
জুয়ার খেলার স্থান হতে ২টি মোটর সাইকেল, ১টি ফোর স্টোক (সিএনজি) এবং
বিভিন্ন নোটের নগদ এক হাজার দুইশত চল্লিশ, ঝান্ডু মুন্ডু জুয়ার বোর্ড ও
জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়