শেখ রিদওয়ান হোসাইনঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের বিপক্ষে দুটি টি-২০ ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিষয়টি নিশ্চিত করেছে নাজমুল হাসান পাপন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন দুটি দলেই সেরা ক্রিকেটাররা অংশ নিবেন। ১৮ ও ২১ মার্চ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-এ বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে।
তিনি আরোও বলেন,তখন মাত্র দুটি দল সিরিজে থাকবে,তাই তিনি আশাবাদী ভালো প্লেয়ারদেরই প্রতিপক্ষ হিসেবে পাবেন।