শেখ রেদওয়ান হোসাইনঃগতকাল রাতে সৌদি আরবের জেদ্দাহর কিলোসবাতে হবিগঞ্জ জেলা প্রবাসীদের উদ্যেগে এবং অন্যান্য জেলার প্রবাসীদের উপস্থিতিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন
সাধারন সম্পাদক,আওয়ামী যুবলীগ জেদ্দাহর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য- সোহেল রানা, সহসভাপতি আওয়ামী যুবলীগ জেদ্দা কেন্দ্রীয় কার্যনির্বাহী- হোসেইন আহমদ, যুগ্নসাধারন সম্পাদক আওয়ামী যুবলীগ জেদ্দা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ- আব্দুঃরাজ্জাক, আওয়ামী যুবলীগ জেদ্দা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ-জুবায়ের আহমদ,
সাংগঠিন সম্পাদক,জালালাবাদ আদর্শ কমিটি-সাব্বির আহমদ,
সভাপতি আওয়ামী যুবলীগ কিলোসাবা শাখা-কাওছার আহমদ শামীম,
সাধারন সম্পাদক,আওয়ামী যুবলীগ কিলোসাবা শাখা-শেখ ফরহাদ আহমদ তুষার,শেখ তুফান্নুর রাহমান,জবরুল ইসলাম,কাবির আহমদ,ফাহিম আহমদ প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত ব্যাক্তিবর্গরা ব্যারিস্টার সুমন এর উপর দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।