Voice of SYLHET | logo

১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩১শে মার্চ, ২০২৩ ইং

ঈদের আগেই সড়ক-মহাসড়ক সংস্কার করা হবে: কাদের

প্রকাশিত : July 24, 2019, 09:04

ঈদের আগেই সড়ক-মহাসড়ক সংস্কার করা হবে: কাদের

বন্যায় দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‌‘ঈদের আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক মেরামত করা হবে। ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের নির্দেশ দেওয়া হয়েছে।’

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি।

তিনি এসময় দুই মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ির ফিটনেস পরীক্ষা সম্পন্ন করা হবে বলেও জানান। মন্ত্রী বলেন, ‘উচ্চ আদালত দুই মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ির ফিটনেস সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এটি সঠিক সিদ্ধান্ত। তবে এর আগেই মন্ত্রণালয় থেকে বিআরটিএ-কে ফিটনেস বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি চার লাখ ৭৯ হাজার এসব গাড়ির ফিটনেস দুই মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। তবে সংখ্যাটি এত নয়, আবার কমও নয়। যে পরিমাণ আছে প্রয়োজনে সপ্তাহে ছয় দিন কর্মদিবস নির্ধারণ করে এগুলোর পরীক্ষা রসম্পন্ন করা হবে।’

কাদের বলেন, ‘যদি কর্মঘণ্টা ৯টা-৫টার পরিবর্তে যদি ৯টা থেকে রাত ৯টাও লাগে তারপরেও দ্রুত ফিটনেস সমস্যা সমাধান করা হবে।’

 

#ভয়েসঅবসিলেট/এম

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 1048 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।