বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
আজ বুধবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৩জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সিনিয়র-জুনিয়র দ্বন্দে স্থানীয় ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগের ৩জন কর্মী আহত হয়েছেন।সর্বশেষ জানা যায় আহত ৩ জনকেই বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
আহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর এর নেতৃত্বে একদল পুলিশ কলেজ ক্যম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ছাত্রলীগের দুটি পক্ষের কর্মীদের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দের কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরে আনতে বিয়ানীবাজার থানা পুলিশ কলেজ কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহায়তা করছে।