দোয়ারা বাজার প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজারের মিতালি মার্কেটর পশ্চিম পাশের কাচামালের গলি গলিতে হালকা বৃষ্টিতে হাঁটু পানি জমেছে।
সরেজমিন দেখা যায় জলাবদ্ধতায় ব্যবসায়ী ও পথচারীরা পরে সীমাহিন ভোগান্তিতে। স্থানীয় জনগণ বলেন পানি নিষ্কাশ ব্যাবস্থা অনুন্নত ও পর্যাপ্ত ড্রেন না থাকা জলাবদ্ধতার জন্য দায়ী বলে তারা মনে করেন। পতিদিনই কয়েক হাজার মানুষের সমাগম প্রয়োজনের তাগিদে সেই বাজারে।
বিশেষ করে এতদ অঞ্চল কৃষি নির্ভর, কৃষকেরা উৎপাদিত পণ্য বিক্রি করে পরিবার চালায়। গলিতে অধিক পানি থাকার কারনে কৃষকেরা তাদের পণ্যাদি বিক্রি করতে সমস্যার মুখে পড়ছে। এছাড়া ও দুটি প্রতিষ্ঠান ইকরা কিন্ডারগার্ডেন ও আইডিয়াল একাডেমীর যাতায়াতের প্রধান গলি এটা ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠানে যেতে জলাবদ্ধতার শিকার হচ্ছে।