ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃফেঞ্চুগঞ্জ উপজেলার কলেজগুলোতে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় নেমে এসেছে। উপজেলায় এ বছর জিপিএ ৫ পেয়েছে মাত্র ২ জন। এছাড়া কলেজগুলোতে গতবছরের তুলনায় পাশের হারও কমেছে।
কলেজ থেকে জানা যায়, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজে এ বছর তিন বিভাগে (মানবিক,ব্যবসা ও বিজ্ঞান) মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫০৪ জন। তন্মধ্যে, ৩২২ জন পরীক্ষার্থী কৃতকার্য এবং ১৮২ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
ঘিলাছড়ার জমিরুননেছা একাডেমির মানবিক বিভাগ থেকে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ১৪৭ পরীক্ষার্থীর মধ্যে উর্ত্তীণ হয়েছে ৬৪ জন পরীক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে একজন পরীক্ষার্থী।
মানিকোনা হাইস্কুল এন্ড কলেজ থেকে ১১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৪৯ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এই বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ৭৩জন পরীক্ষার্থী থেকে ৬৯ জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে একজন।
ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সৈয়দ নুরুজ্জামানের মতে,
ভালো শিক্ষার্থীরা শহরমুখী হওয়ার ফলে বিগত কয়েকবছর ধরে কলেজে কোন জিপিএ-৫ আসছে না।
তাছাড়া শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও এগিয়ে আসতে হবে। তাদেরকে তাদের সন্তানদের প্রতি একটু খোজখবর রাখতে হবে। একজন শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জনে অভিভাবকের সচেতনতা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।