ট্রেনের যাত্রীরা জানান- দুপুর সাড়ে ১২ টার দিকে বগিটি বড় ঝাঁকুনি খায় এবং অনেক ধোয়া সৃষ্টি হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে এলাকাবাসী জানান- তারা কুলাউড়ার এই ক্রসিং পয়েন্টের সমস্যা অনেক আগে থেকেই দেখে আসছেন। কর্তৃপক্ষ রেল লাইনের এইসব ত্রুটি গুরুত্ব দিয়ে না দেখলে দেশের মানুষ আবার রেল দুর্ঘটনার স্বীকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা এটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।