নিজস্ব প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী বাস টার্মিনাল থেকে ইয়াবা সহ আটক এক।এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( মিডিয়া) জেদান আল মূসা এক বিজ্ঞপ্তিতে বলেন,বৃস্পতিবার দুপুর একটায় দক্ষিণ সুরমায় অবস্থিত কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে ইয়াবা সহ এক যুবকে আটক করা হয়। তার বিরুদ্ধে উপ পরিদর্শক (এসআই) মোঃ শাহিন মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করে।
আটককৃত যুবকের নাম মাহফুজুর রহমান (২১)।আটক মাহফুজুর রহমান দক্ষিণ সুরমা হুমায়ন রশিদ চত্বর এলাকার আব্দিল আলীমের ছেলে।
#ভয়েসঅবসিলেট/এমএইচ