Voice of SYLHET | logo

২৪শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২১ ইং

সিলেটে করোনায় আরও ২জনের মৃত্যু, আইসোলেশনে ৫৬

প্রকাশিত : এপ্রিল ০৭, ২০২১, ১৪:২৭

সিলেটে করোনায় আরও ২জনের মৃত্যু, আইসোলেশনে ৫৬

 

সিলেট বিভাগে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এবার সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৪২জনের করোনা সনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫, সিলেটে ১০৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে আরও ১৩জন করোনা রোগী শনাক্ত হয়। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬৫জন।
বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট ভিউকে এ তথ্য জানান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সিলেটের ৪, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলায় আরও ২জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৮৩জন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৮জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৯০জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ৫৬জন ছাড় পেয়েছেন। এছাড়া আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫৬জন।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ২৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬০৯জন, হবিগঞ্জে ২ হাজার ৮৬জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 64 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Design & Developed By : amdads.website