Voice of SYLHET | logo

২৪শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২১ ইং

খালেদা জিয়াকে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে

প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২১, ২৩:২০

খালেদা জিয়াকে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে

: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৯টায় ৩৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

খালেদার চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন তার সঙ্গে রয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

জানা যায়, পরীক্ষা করানোর পর রাতেই গুলশানের বাসভবনে ফিরবেন খালেদা জিয়া।

দু’দিন আগে খালেদা জিয়ার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী গণমাধ্যমে বলেছিলেন, প্রায় এক বছর আগে বিএসএমএমইউ হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসভবনে অবস্থান করছেন খালেদা জিয়া। করোনার কারণে এই এক বছরের মধ্যে তার বাইরে যাওয়া হয়নি। এখন যেহেতু তিনি করোনা পজিটিভ হয়ে সুস্থ হওয়ার পথে, তাই পুরনো কিছু পরীক্ষার জন্য তাকে শিগগিরই কোনো হাসপাতালে নেওয়া হবে।

তার বক্তব্য অনুযায়ী খালেদা জিয়ার পুরনো বিভিন্ন রোগের পরীক্ষা করার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলো।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 36 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Design & Developed By : amdads.website