রেদওয়ান আহমেদ এবারের এইসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
রেদওয়ান মৌলভীবাজারের বড়লেখার দক্ষিনভাগ এনসি এম হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ অতীতের সকল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এসএসসি ফলাফলের ভিত্তিতে সে সিলেট শিক্ষা বোর্ড ও জেলা পরিষদের বৃত্তি অর্জন করে।
রেদওয়ান আহমেদ বড়লেখা উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের প্রবাসী রেজাউল আহমদ ও জাসমিন আক্তারের বড় ছেলে।
রেদওয়ান বলেন- ছোট বেলা থেকে আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম । তার আলোকে আমি ধাপে ধাপে চেষ্টা করে যাচ্ছি । আমি ডাক্তার হয়ে আমার এলাকা ও দেশের অসহায় মানুষের নিকট সেবা পৌঁছে দিতে চাই । আল্লাহ আমার স্বপ্ন পূরণ করার তাওফিক দিন। আমি সকলের নিকট দোয়া প্রার্থী।