এমসি কলেজ প্রতিনিধি:
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ৪২১ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪১৬ জন। পাসের হার ৯৮ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৮জন শিক্ষার্থী।
আজ বুধবার কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এসময় শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
কলেজ অধ্যক্ষ জানান, এবার এইচএসসি পরীক্ষায় এমসি কলেজ থেকে ৪২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩০৭ জন ছাত্র ও ১১৬ জন ছাত্রী ছিল। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৪১৬ জন। পাশের হার ছিল ৯৮ দশমিক ৮১ শতাংশ। যা গতবারের তুলনায় দশমিক ৩৮ ভাগ কম। গত বছর পাশের হার ছিল ৯৯ দশমিক ১৯ শতাংশ।