নিজস্ব প্রতিবেদক:
সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসায় এবারের আলিম পরীক্ষায় অংশ নিয়ে ৭৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে ১১ জন।
আজ বুধবার দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে ফল ঘোষণা করা হয়। এসময় উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
জিপিএ-৫ পাওয়া একাধিক শিক্ষার্থী বলেন- মাদ্রাসার শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট দো’আ কামনা করেন।
আলিম পরীক্ষা-২০১৯ এর ফল ঘোষণার সময় মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান ছাড়াও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে- এবারের আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২০২ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন। এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৬৩ জন, এ- গ্রেড ৫৩ জন, বি গ্রেড ২৪ জন এবং সি গ্রেড পেয়েছে ৯ জন পরীক্ষার্থী।
#ভয়েসঅবসিলেট/এমএইচ