Voice of SYLHET | logo

১১ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২২ ইং

এবার রংপুর এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত, তিনটিতে আগুন

প্রকাশিত : November 14, 2019, 16:24

এবার রংপুর এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত, তিনটিতে আগুন

নিউজ ডেস্কঃ

সিরাজগঞ্জে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে জেলার উল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

জানা গেছে, চালকসহ প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

এদিকে, ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

উল্লাপাড়ার ওসি গোলাম মোস্তফা জানান, ইঞ্জিন ও শীতাতপ নিয়ন্ত্রিত তিন বগিসহ মোট সাত বগিতে অগ্নিকাণ্ড ঘটেছে।

এর আগে, মঙ্গলবার ভোর রাত পৌনে ৩টার দিকে মন্দভাগ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশীথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 251 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।