শাবি প্রতিনিধিঃ
দীর্ঘ ১২ বছর পর ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন।গতকাল বিষয়টি নিশ্চিত করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন,চলতি বছরের আগামি মাস (আগস্ট) থেকে শুরু হবে সমাবর্তনের রেজিস্ট্রেশনের কার্যক্রম।
জানা যায়, (২০০১-০২) সেশন থেকে (২০১০-১১) সেশন পর্যন্ত পাশ করা শিক্ষার্থীরা সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তাছাড়া অন্যান্য শিক্ষার্থীদের জন্য আগামী বছরে অন্য একটি সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ইতিমধ্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সভাপতি ও রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।