নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সুরমা নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে সিলেট জেলা প্রশাসন।
মঙ্গলবার পরিচালিত অভিযানে কাজির বাজার, শেখঘাট এলাকার অন্তত ৩২টি রাইস মিল ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া। তিনি বলেন, অবৈধ স্থাপনা চিহ্নিত করে বারবার মাইকিং ও নোটিশ দেয়ার পরও স্বেচ্ছায় সরিয়ে না নেয়ায় স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভয়েসঅবসিলেট/এমএইচ