জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আটকে থাকা মেয়েদের উদ্ধার করছেন। মঙ্গলবার রাতে বিভিন্ন আবাসিক হলের তালা ভেঙ্গে ছাত্রীদের বের করা হয়।
শিক্ষার্থীরা যাতে আন্দোলনে না আসতে পারে হল প্রশাসন শিক্ষার্থীদের আবাসিক হলের গেইটো তালা দিয়ে আটকে রেখেছিলো।
এখন পর্যন্ত প্রীতিলতা হল, বঙ্গমাতা হল, সুফিয়া কামাল হল, জাহানারা ইমাম হল ও নওয়াব ফয়জুন্নেসা হলের মেয়েরা গেটের তালা ভেঙ্গে আন্দোলনে অংশগ্রহন করেছে।
আন্দোলনরত এক ছাত্রী হলের গেট তালা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে প্রহরি জানায়, স্যারদের নির্দেশে গেটে বন্ধ রাখা হয়েছে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা হল প্রশাসনের সাথে কথা বলতে চাইলে তাদের কেউ নেই বলে জানায় দায়িত্বরত প্রহরি।