-
দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পরিষদে দৈনিক যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে একটিদ্ র্যালী বের হয় এবং কেক কেটে প্রতিষ্ঠবার্ষিকী উদাপন করা হয়েছে।
র্যালী ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে দুপুর দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সে এলাকায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।