ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ২জন নিহত হয়েছেন। সোমবার সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- উপজেলার উছমানপুর ইউনিয়নের আটগাঁও গ্রামের মৃত গেদন মিয়ার ছেলে ও তাজপুর মঙ্গলচন্ডী নিশি কান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাজমুল ইসলাম ফাহিম (১৫) এবং বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক মিয়া (৫৫)।
স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ১টার দিকে সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজে জেএসসি পরীক্ষায় অংশ নেয়া ছোটভাইকে আনতে যাওয়ার পথে একটি মিনিবাস (সিলেট জ -০৪-০১৪৯ )বাইসাকইকেলসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে তাজপুর কদমতলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন আওয়ামী লীগ নেতা রফিক মিয়া। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক সত্যতা নিশ্চিত করেছেন