নিজস্ব প্রতিবেদক:
সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
বক্তব্যে সালমান এফ রহমান জানান, সিলেট চেম্বারের জন্য দরজা সর্বদা উম্মুক্ত। কোন সমস্যা দেখা দিলে, তিনি তাদের সহায়তায় প্রস্তুত রয়েছেন।
এসময় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব প্রুমখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন