শেখ রিদওয়ান হোসাইন:
বিশ্বকাপ উৎসব শেষ হলো এখনো ২৪ ঘন্টাই হয় নি। ক্রিকেট পাড়ায় শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা। চায়ের দোকান থেকে বড় শপিংমল, আলোচনা কোনো জায়গাতেই কমতি নেই। তবে অনেক ভক্তদের ক্ষোভ সাকিবকে ম্যান অব দ্য টুর্নামেন্ট না দেওয়াতে।
সবকিছু শেষে এবার আইসিসি প্রকাশ করলো বিশ্বকাপের সেরা ১১ জন। এর মধ্যে নাম্বার ওয়ান সাকিব যায়গা করে নিয়েছেন।
আইসিসির ঘোষিত সেরা ১১ তে ৪ জনই বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের।
দেখে নেওয়া যাক সেই তালিকাঃ-
১/জেসন রয়
২/রোহিত শার্মা
৩/জো রুট
৪/কেন উইলিয়ামসন
৫/সাকিব আল হাসান
৬/বেন স্টোকস
৭/এ্যালেক্স ক্যারি
৮/মিচেল স্টার্ক
৯/জোফরা আর্চার
১০/লাকি ফার্গুসন
১১/জাসপ্রিত বুমরাহ
দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন ট্রেন্ট বোল্ট।