সিলেট প্রতিনিধিঃ
সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডে অবস্থিত মুছারগাঁও এলাকা।যার অবস্থান চন্ডিপুল থেকে হুমায়ূন রশিদ চত্বরের মধ্য স্থানে।দীর্ঘ ১০ বছর যাবৎ মুছারগাঁও এলাকায় কোনো উন্নয়নমূলক কার্যক্রম হয়নি।
জলাবদ্ধতা,ড্রেন ও রাস্তার বেহাল অবস্থা।যা এলাকায় বসবাসকৃত মানুষের জীবন যাত্রাকে ব্যাহত করছে।অল্প বৃষ্টিপাতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।এলাকাবাসী স্হানীয় জনপ্রতিনিধি মেয়র মহোদয় ও কাউন্সিলর দের বহুবার এলাকার সার্বিক অবস্হা সম্পর্কে অবগত করেছেন।এছাড়া বহুবার এলাকার অনুরোধে মেয়র ও কাউন্সিলর পরিদর্শক করেছেন।এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন জলাবদ্ধতা,ড্রেন ও রাস্তাঘাটের সমস্যা নিরসনের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।যা মেয়র ও কাউন্সিলরের কথার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।উন্নয়নের কোনো ছোঁয়া পাননি মুছারগাঁও একাকাবাসী।
এলাকার জলাবদ্ধতা,ড্রেন ও রাস্তাঘাটের সমস্যা নিরসনের মুছারগাঁও সমাজ কল্যাণ সমিতির ও এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গের আর্থিক সহযোগীতায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সামাজিক সংগঠন মনে করেন মেয়র মহোদয় ও স্থানীয় কাউন্সিলরের দৃষ্টি নজর পড়লে এলাকার উন্নয়ন কার্যক্রমের মধ্য দিয়ে এলাকার সকল সমস্যা সমাধান করা সম্ভব।