নিজস্ব প্রতিবেদক:
সিলেটে পৌঁছে হযরত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি।
রোববার বেলা ১২টায় তিনি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সেখান থেকে তিনি দুই ওলির মাজার জিয়ারতে যান। জিয়ারত শেষে সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে তিনি দলীয় নেতাদের সাথে বৈঠকও করেন। সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান এ তথ্য জানিয়েছেন। তার সফর সঙ্গী হিসেবে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম ওমর, দলের প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দও সিলেট এসেছেন।