নিজস্ব প্রতিবেদক :
এক দিনের সংক্ষিপ্ত সফরে আগামীকাল রবিরার (২০ অক্টোবর) সিলেটে আসছেন রংপুর-৩ আসনের এমপি, জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ।
রোববার ১১টার দিকে তিনি স্বস্ত্রীক বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছবেন সিলেট সফরকালে হযরত শাহজালাল রহ: ও হযরত শাহপরাণ রহ: মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি’র সফর সঙ্গী হিসেবে জাতীয় পার্টির সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নির্বাচিত হওয়ার পর রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি’র এটাই সিলেট প্রথম সফর