নিজস্ব প্রতিবেদক:
অবশেষে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌছেঁছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কুয়ালালামপুর বিমান বন্দরে থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
রাত ৮টা ৪৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে। এ তথ্য নিশ্চিত করে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব। তিনি জানান, ঢাকা থেকে সড়ক পথে মেয়র সিলেট ফিরবেন।
এর আগে তাকে নিয়ে দুইবার বিমান উড্ডয়নে ব্যর্থ হয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন মেয়র। রানওয়ে ঘুরে উড্ডয়নের পূর্বমূহুর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়। বার বার উড্ডয়নের চেষ্টা করেও পাইলট ব্যর্থ হন। এসময় বিকট শব্দ হতে থাকে, এতে যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়। প্রায় দু’ঘন্টা রানওয়েতে রেখেই এয়ারলাইন্সের প্রকৌশলী টিম উড়োজাহাজটি সচল করেও ব্যর্থ হন