গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের পৌর এলাকার স্বরসতী গ্রামের পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রহমান।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে প্লাবিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্য খাদ্য সামগ্রী বিতরন করেন।
এ সময় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, সাংবাদিক খালেদ হোসেন, সমাজসেবী সমসাই মিয়া প্রমুখ।
এ সময় কয়েকটি পানিবন্দি পরিবারের মধ্য সরকারী ১০ কেজি চাল, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, আটা ২ কেজি, তেল ১ লিটার, নুডলুস এক (৫ শ’ গ্রাম) প্যাকেট।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, সরকার আপনাদের পাশে আছে,এবং আপনাদর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেয়া রয়েছে। যখনই আপনারা দুর্ভোগে পড়বেন আমাদের পাশে পাবেন।