Voice of SYLHET | logo

৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৩শে মার্চ, ২০২৩ ইং

পরিসংখ্যানে বিশ্বকাপ

প্রকাশিত : July 15, 2019, 07:37

পরিসংখ্যানে বিশ্বকাপ

শেখ রিদওয়ান হোসাইন:

শেষ হয়ে গেলো বিশ্বকাপ যাত্রা। বিশ্ব পেলো নতুন এক চ্যাম্পিয়ন। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসের মাঠে ইংল্যান্ডেরই জয় হলো। উত্তেজনায় ঠাসা ম্যাচটা যেন মিমাংসাই পৌছাতে চাচ্ছিলো না। তাইতো ১০২ ওভার শেষেও দুই দলের রান সমান। শেষ পর্যন্ত বাউন্ডারি বেশি থাকায় কাপটা ছোঁয়া হলো ইংল্যান্ডের। দেখে নেওয়া যাক এবারের আসরের পরিসংখ্যান।

চ্যাম্পিয়নঃ ইংল্যান্ড
রানার্স-আপঃ নিউজিল্যান্ড

অন্যান্য পরিসংখ্যানঃ

মোট রান হয়েছেঃ ২২৪৩৫ রান।

মোট উইকেট পড়েছেঃ ৬৭৫টি।

ছক্কাঃ ৩৫৯টি।

হাফসেঞ্চুরিঃ ১১৫টি।

সর্বোচ্চ রানঃ রোহিত শর্মা (৬৪৮ রান )।

সর্বোচ্চ উইকেটঃ মিশেল স্টার্ক (২৭ টি )।

সর্বোচ্চ সেঞ্চুরিঃ রোহিত শর্মা (৫ টি )।

সর্বোচ্চ হাফসেঞ্চুরিঃ সাকিব আল হাসান, বেন স্টোকস, ভিরাট কোহলি (৫টি )।

সর্বোচ্চ ব্যাটিং গড়ঃ সাকিব আল হাসান ( ৮৬.৫৭ )।

সর্বোচ্চ ছয়ঃ ইয়ন মরগান (২২ টি )।

সর্বোচ্চ চারঃ রোহিত শর্মা (৬৭ টি )।

সর্বোচ্চ স্কোর (ইনিংসেঃ) ডেবিড ওয়ার্নার (১৬৬ রান )।

সর্বোচ্চ ব্যাটিং স্ট্রাইক রেটঃ গ্লেন ম্যাক্সওয়েল (১৫০.০০ )।

বেস্ট বোলিং ফিগারঃ শাহিন শাহ্ আফ্রিদি (৬/৩৫ )।

বেস্ট বোলিং গড়ঃ অ্যাঞ্জেলো ম্যাথিউস (৬.০০ ) [যদিও শুধুমাত্র এক ম্যাচে বোলিং করছে]।

বেস্ট বোলিং ইকোনমি (ইনিংসঃ) আন্দ্রে রাসেল (১.৩৩ )।

বেস্ট বোলিং ইকোনমিঃ অ্যাঞ্জেলো ম্যাথিউস ( ৩.০০ )।

বেস্ট বোলিং স্টাইক রেটঃ মোহাম্মদ শামি ( ১৫.০৭ )।

সর্বোচ্চ ডট বলঃ জোফরা আর্চার ( ৩৭২ টি )।

সর্বোচ্চ ডট বল (ইনিংসেঃ) ডোয়াইন প্রিটোরিয়াস ( ৪৬ টি )।

এক ইনিংসে সর্বনিম্ন রানঃ পাকিস্তান (১০৫ রান )।

সর্বোচ্চ মেডেনঃ জাসপ্রিত বুমরাহ্ ( ৯ টি )।
এক ইনিংসে সর্বোচ্চ রানঃ ইংল্যান্ড ( ৩৯৭ রান )।
হাইয়েস্ট ম্যাচ এ্যাগ্রিগেট (কম্বাইন্ডঃ) বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ( ৭১৪/১৩ )।

বড় ব্যবধানে জয় (রানেঃ) ইংল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে ( ১৫০ রানে )।

বড় ব্যবধানে জয় (উইকেটেঃ) নিউজিল্যান্ড,শ্রীলংকার বিপক্ষে ( ১০ উইকেটে )।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 679 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।