চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম, সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ হানিফ মিয়া, মো. রিফাত রহমান, মরিয়ম ইসলাম লিজা প্রমুখ।
অন্যদিকে ছাত্রলীগের পক্ষে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, ছাত্রলীগ নেতা মনসুর আলম, আলামিন লিমন, আবু তোরাব পরশ, সুমন নাসির, ইমাম উদ্দীন ফয়সাল পারভেজ, রকিবুল হাসান দিনার, প্রদীপ চক্রবর্তী দূর্জয়, শরীফুল ইসলাম, ইমামুল হক, সায়ন দাস গুপ্ত, দিনার, পারভেজ এবং জি এম সুমন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা প্রশাসনের সাথে মতবিনিময় করেছি। ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ভর্তি জালিয়াতি, প্রক্সিসহ যাবতীয় অনিয়ম রোধে চবি ছাত্রলীগ প্রশাসনকে সহযোগীতা করবে।